Header Ads

অবশেষে ডব্লুবিসিএস মেইন পরীক্ষা হতে চলেছে ২৫ থেকে ২৮ জুলাই!

নজরবন্দি ব্যুরো: অবশেষে ২০১৯ সালের ডব্লুবিসিএস-এর মেইন পরীক্ষার চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করল পিএসসি। চলতি মাসের ২৫ থেকে ২৮ তারিখ এই লিখিত পরীক্ষা হবে। কমিশনের তরফে বলা হয়েছে, ২৫ জুলাই ডব্লুবিসিএস ২০১৯ ব্যাচের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা। মোট ছয় ঘণ্টার লিখিত পরীক্ষা হবে। সেখানে ভাষার উপর পরীক্ষার্থীর দক্ষতা নির্ণয় হবে।
পরীক্ষাতে থাকবে চিঠি, প্রবন্ধ, অনুবাদ এবং খসড়া প্রস্তুতি। পরীক্ষা হবে মূলত বাংলা, ইংরেজি এবং পছন্দসই মাতৃভাষার উপর। পরদিন ২৬ জুলাই তৃতীয় পত্র এবং চতুর্থ পত্রের পরীক্ষা। তৃতীয় পত্রে থাকবে ভারতের ইতিহাস এবং জাতীয় আন্দোলন। চতুর্থ পত্রে থাকবে বিজ্ঞান, পরিবেশ, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলির উপর এমসিকিউ ধর্মী প্রশ্ন। পঞ্চম এবং ষষ্ঠ পত্রের পরীক্ষা হবে আগামী ২৭ জুলাই।
এই দুই পত্রে বিষয় হিসেবে থাকবে ভারতীয় সংবিধান, দেশের অর্থনীতিতে রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা ও অঙ্ক। শেষ দিন, অর্থাৎ ২৮ জুলাই পরীক্ষার্থীদের পছন্দ হিসেবে নেওয়া ঐচ্ছিক বিষয়গুলির উপর দু-টি পত্রের পরীক্ষা নেওয়া হবে। দু-টি ক্ষেত্রেই প্রশ্নপত্রগুলি হবে বিস্তার-ধর্মী।

প্রসঙ্গত, গত কয়েকমাস পিএসসি-র স্থায়ী চেয়ারম্যানের পদটি ফাঁকা ছিল। সম্প্রতি পিএসসি-র চেয়ারম্যান পদে দেবাশিস বসুকে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য। তবে নয়া চেয়ারম্যান এখনও সেই দায়িত্ব নেন নি। খুব শীঘ্রই পিএসসি-র স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন দেবাশিস-বাবু।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.