ভাটপাড়ায় ফের উত্তেজনা, চলছে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই।
নজরবন্দি ব্যুরো: ফের উত্তেজনা ভাটপাড়া, কাঁকিনাড়া-য়। পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে চলছে গুলির লড়াই। এখনও পর্যন্ত ৫ রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। সকাল ৯টা থেকে ভাটপাড়ার ঘোষপাড়া রোডে ষাটটিরও বেশি বোমা পড়েছে।
প্রশাসনের কর্তাদের সামনেই চলছে বোমাবাজির ঘটনা। রবিবার রাত থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাঁকিনাড়া-ভাটপাড়ায়। এলাকায় নতুন করে দুই দুষ্কৃতী দলের মধ্যে ঝামেলার জেরেই এই বোমাবাজি শুরু হয়েছে। প্রতিবাদে সোমবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার লোকেরা। বন্ধ হয়ে যায় শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। আটকে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টা দুয়েক পর পরিস্থিতি বদলায়। অবরোধ তুলে নেন প্রতিবাদীরা।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভ চলাকালীন ঘোষপাড়া রোডে শুরু হয় বোমাবাজি। একটি বাড়িতে ৪-৫ টি বোমা পড়েছে বলে অভিযোগ। আহত হয় ওই বাড়ির এক শিশু। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
প্রশাসনের কর্তাদের সামনেই চলছে বোমাবাজির ঘটনা। রবিবার রাত থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাঁকিনাড়া-ভাটপাড়ায়। এলাকায় নতুন করে দুই দুষ্কৃতী দলের মধ্যে ঝামেলার জেরেই এই বোমাবাজি শুরু হয়েছে। প্রতিবাদে সোমবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার লোকেরা। বন্ধ হয়ে যায় শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। আটকে পড়েন নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টা দুয়েক পর পরিস্থিতি বদলায়। অবরোধ তুলে নেন প্রতিবাদীরা।
No comments