নিজের অবসর নিয়ে এখন চুপ মাহি! তাহলে বোর্ড কি এবার নিজে থেকে উদ্যোগ নেবে?
নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ডের কাছে হারের ঠিক পরেই ভারত অধিনায়ক বিরাট কোহালিকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল ‘এমএস কি তাঁর অবসর নিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন’? কোহালি পরিষ্কার জানিয়ে দেন তাঁকে বা টিম ম্যানেজমেন্টকে অবসর প্রসঙ্গে একটি কথাও বলেননি ধোনি। এক কথাই ধোনির অবসর নিয়ে জল্পনার শেষ নেই। কারণ অনেকেই ভেবেছিল বিশ্বকাপের পরেই অবসরের কথা ঘোষণা করবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত সে রকম কিছু ঘটে নি। সুত্রের খবর নিজে থেকে যদি অবসরের কথা ঘোষণা না করতেন ধোনি তাহলে তিনি যে আর এই ভারতীয় দলে অপরিহার্য নন,
তা তাঁকে বুঝিয়ে দেওয়া হবে। বোর্ডের এক কর্তার কথায় “ও (ধোনি) এখনও অবসর না নেওয়ায় আমরা সত্যিই অবাক হয়েছি। ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটার সুযোগের অপেক্ষায়। ব্যাটসম্যান হিসেবে ধোনি এখন অতীতের ছায়া। ছয় বা সাত নম্বরে নামলেও ধোনি গতি আনতে পারছেন না ইনিংসে”। তবে ধোনি চিরকালই চমক দিতে ভালবাসেন। অবসর নেওয়ার ক্ষেত্রেও হয়তো চমক দেবেন বিশ্বজয়ী অধিনায়ক।
তা তাঁকে বুঝিয়ে দেওয়া হবে। বোর্ডের এক কর্তার কথায় “ও (ধোনি) এখনও অবসর না নেওয়ায় আমরা সত্যিই অবাক হয়েছি। ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটার সুযোগের অপেক্ষায়। ব্যাটসম্যান হিসেবে ধোনি এখন অতীতের ছায়া। ছয় বা সাত নম্বরে নামলেও ধোনি গতি আনতে পারছেন না ইনিংসে”। তবে ধোনি চিরকালই চমক দিতে ভালবাসেন। অবসর নেওয়ার ক্ষেত্রেও হয়তো চমক দেবেন বিশ্বজয়ী অধিনায়ক।
No comments