PRT-র দাবিতে UUPTWA-র অনশন আন্দোলন এ সামিল হল BNPUSS
নজরবন্দি ব্যুরোঃ গত ১২ই জুলাই থেকে UUPTWA বিকাশ ভবনের পাশে অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি নিয়েছে । রাজ্যের প্রতিটি জেলা থেকে বহু শিক্ষক শিক্ষিকা এই আন্দোলনে সামিল হয়েছে। মোট ১৪জন আমরণ অনশন কারি বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন । আন্দোলন যাতে আরো বড় আকারে হতে পারে তার জন্য সকল শিক্ষক সংগঠন কে আমন্ত্রণ জানিয়েছিলেন উস্থীর রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ। যদিও BNUPSS এর সাধারণ সম্পাদক কানুপ্রিয় দাস কে সরাসরি আমন্ত্রণ পত্র পাঠাতে বা দুরভাষ এ যোগাযোগ করতে পারেননি গতকাল পর্যন্ত । আজ সকালে সন্দীপ বাবু কানুপ্রিয় দাসের সাথে কথা বলেন ও আমন্ত্রণ জানান । BNUPSS এর রাজ্য প্রতিনিধি আজ অনশন মঞ্চে যান । সংগঠনের সকল সদস্য দের সেখানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান রাজ্য সাধারণ সম্পাদক ।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কানুপ্রিয় দাস আজ প্রেস রিলিজ করে জানান , "আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রা ২০০৬ সাল থেকে বেতন বঞ্চনার শিকার । সর্বভারতীয় বেতনক্রম বা PRT স্কেল আমাদের ন্যায্য দাবি । সর্বভারতীয় রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন "বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ " বহুদিন ধরে - "এক দেশ এক বেতনক্রম "(PRT স্কেল ) এই দাবি করে এসেছে ।
এই একই দাবি নিয়ে UUPTWA বিগত কিছু সময় ধরে সকল প্রাথমিক শিক্ষকদের বিরাট সমর্থন নিয়ে বিভিন্ন আক্রমনাত্বক আন্দোলন করেছে শিক্ষকদের স্বার্থে তা যথেষ্ট প্রশংসনীয় । বিগত ১২ই জুলাই থেকে UUPTWA যে অবস্থান বিক্ষোভ ও আমরণ অনশন কর্মসূচি নিয়েছে তা আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি । আগামীদিনে PRT আদায়ে আমরা সকল শিক্ষকদের স্বার্থে সবরকমভাবে সহযোগিতা করবো । আমরা এই আন্দোলনের জন্য UUPTWA কে আন্তরিক পাবে শুভেচ্ছা জানাই"।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কানুপ্রিয় দাস আজ প্রেস রিলিজ করে জানান , "আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রা ২০০৬ সাল থেকে বেতন বঞ্চনার শিকার । সর্বভারতীয় বেতনক্রম বা PRT স্কেল আমাদের ন্যায্য দাবি । সর্বভারতীয় রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন "বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ " বহুদিন ধরে - "এক দেশ এক বেতনক্রম "(PRT স্কেল ) এই দাবি করে এসেছে ।
No comments