জলাভূমি ভরাট নিয়ে ফের আদালতে ভর্ত্সনার মুখে রাজ্য সরকার!
নজরবন্দি ব্যুরো: আজ ছিল বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের অনাস্থা মামলার শুনানির প্রথম দিন। এই শুনানি চলাকালীন বিধাননগর এলাকায় দিনের পর দিন জলাভূমি ভরাট নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভর্ত্সনা করেন বিচারপতি। এর পরে তিনি প্রশ্ন করেন, রাজ্য সরকার এই জলাভূমি ভারাট দেখতে পাচ্ছে না।
সব্যসাচী দত্তের মামলা চলাকালীন বিধাননগরের দেদার জলাভূমি ভরাট নিয়ে সোমবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। রাজ্য সরকারের সমালোচনা করে বিচারপতি বলেন, "এত জলাভূমি ভরাট করা হচ্ছে কিসের জন্য। আমরা দেখতে পাচ্ছি, সরকার দেখতে পায় না এইগুলি। মেয়র জলাভূমি ভরাট বন্ধ করতে চেয়ে ,সংশ্লিষ্ট মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। সব জেনেও কেন পদক্ষেপ করেনি রাজ্য সরকার? প্রশ্ন আদালতের।
সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা মামলার শুনানি চলছে আজ। সব্যসাচীর হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী অরুণাভ ঘোষ, বিকাশ ভট্টাচার্য ও প্রতীক ধর। যদিও এখনও কয়েকটি আইনি প্রশ্নেই আটকে গোটা মামলার ভবিষ্যৎ। আর এই মামলার রায়ের উপর অনেক-কিছু নির্ভর করছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সব্যসাচী দত্তের মামলা চলাকালীন বিধাননগরের দেদার জলাভূমি ভরাট নিয়ে সোমবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। রাজ্য সরকারের সমালোচনা করে বিচারপতি বলেন, "এত জলাভূমি ভরাট করা হচ্ছে কিসের জন্য। আমরা দেখতে পাচ্ছি, সরকার দেখতে পায় না এইগুলি। মেয়র জলাভূমি ভরাট বন্ধ করতে চেয়ে ,সংশ্লিষ্ট মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। সব জেনেও কেন পদক্ষেপ করেনি রাজ্য সরকার? প্রশ্ন আদালতের।
No comments