Header Ads

রাজ্যসভায় কংগ্রেস আরও দুর্বল হতে চলেছে, দল ছাড়লেন সঞ্জয় সিং

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় সাফল্য পায় বিজেপি। গোটা দেশে বড় ধরনের পরাজয়ের সামনে দাঁড়াতে হয় কংগ্রেসকে। পরাজয়ের ধাক্কা এখনও সেই ভাবে কাটিয়ে উঠতে পারেনি কংগ্রেস শিবির।
পরাজয়ের পরেই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেবার ইচ্ছা প্রকাশ করেন রাহুল গান্ধী। এবার গান্ধী পরিবার ঘনিষ্ঠ সাংসদ কংগ্রেস ত্যাগ করলেন। এবার পদ্ম-শিবিরে পা বাড়াতে চলেছেন ওই কংগ্রেস নেতা। ফলে রাজ্যসভায় কংগ্রেস আরও দুর্বল হতে চলেছে।

জানা গিয়েছে, ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। নির্বাচনে ধাক্কা খাবার পরে এবার রাজ্যসভাতেও শক্তি কমছে কংগ্রেসের। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ইস্তফা দিলেন কংগ্রেস থেকে। তিনি গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা বলেই সবাই জানতেন।
সম্ভবত তিনি এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন। যদিও তাঁর বিধায়ক স্ত্রী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। সঞ্জয় সিং অসম থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সঞ্জয় সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কাজ করতে চান। তিনি তার নেতৃত্বে কাজ করবেন। আর সেই কারণেই কংগ্রেস ছেড়েছেন তিনি।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.