Header Ads

চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভবনা কলকাতা সহ দক্ষিণ বঙ্গে।

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ বঙ্গে নামতে চলেছে ভারী বৃষ্টি। বুধ থেকে শনিবার মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার নাগাদ একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। টানা অস্বস্তিকর গরমের পর গত ৪-৫ দিন ধরে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। কিছুটা গরম কমেছে। কিন্তু মুশুল ধারে বৃষ্টি সেভাবে হয়নি কলকাতা সহ দক্ষিণ বঙ্গে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার বর্ষায় মৌসুমি হাওয়ার দক্ষিণবঙ্গে অবস্থান এবং ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারেনি। এবার সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি সপ্তাহের শেষ দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে তার ফলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সেটির শক্তি বাড়বে। তার ফলেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.