Header Ads

ক্রিকেটে ফেরার লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ পৃথ্বী শ !

নজরবন্দি ব্যুরোঃ ১৫ নভেম্বর পর্যন্ত কোনও ধরণের ক্রিকেট খেলতে পারবেন না পৃথ্বী। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে তাঁর মূত্র পরীক্ষার করা হয়। তাতে মিলেছে নিষিদ্ধ ওষুধ টার্বুটালিন।এর পরে কমকরে ৮ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এই ঘটনার পরে টুইট করে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। একই সঙ্গে ফের ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসার অঙ্গীকার পৃথ্বীর গলায়। তিনি টুইটে লেখেন “আমি আমার ভাগ্য মেনে নিচ্ছি। শেষ টুর্নামেন্টে আমি যে চোট পেয়েছিলাম সেই চোট সারিয়ে তোলার চেষ্টা করছি।
আর তারই মাঝে এই খবর আমাকে নাড়া দিল। আমাকে এই ওযুধ নিতে হয়েছিল তবে আমি আশা করব এই ঘটনা অনেক ভারতীয় ক্রীড়াবিদকে সতর্ক করে দেবে। আমার মতো ভারতীয় অ্যাথলিটরা এবার থেকে খুব সামান্য একটা ওষুধ কেনার ক্ষেত্রে সকলেই আরও সাবধানী হবেন। যারা সব সময় আমার পাশে থেকেছেন, তাঁদেরও আমি ধন্যবাদ দিতে চাই। ক্রিকেট আমার জীবন। মুম্বই এবং ভারতের হয়ে খেলার চেয়ে গর্বের আর কিছু নেই। আমি এই দুঃসময় থেকে দ্রুত এবং আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসব। আমার পাশে থাকার জন্য সবাইকে আবার ধন্যবাদ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.