Header Ads

মুখের কালো দাগ বা ছোপ ভ্যানিস করারা ঘরোয়া উপায়।

নজরবন্দি ব্যুরোঃ মানুষের সৌন্দর্যের অনেকগুলো লক্ষণের মধ্যে একটি হলো দাগছোপহীন সুন্দর মুখ।অনেকসময় সুন্দর মুখে দাগ ছোপের কারণে বিব্রত বোধ করি আমরা।বাজারজাত অনেক ক্রিম ব্যবহার করেও উপকার পাননি। তাহলে ঘরে বসেই খুব সহজেই বানিয়ে ফেলুন দাগছোপ হীন সুন্দর মুখের একটি ঘরোয়া প্যাক।এই প্যাক বানানোর জন্য দরকার দুই চামচ কফি,চালের গুঁড়ো,দুই চামচ মধু,এক টেবিল চামচ দুধের গুঁড়ো এবং গোলাপ জল।
এই সমস্ত উপকরণ গুলি একসাথে মিশিয়ে ভালো করে পেস্টটি তৈরি করুন।এরপর যে কোনো ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।তারপর মুখ ঘারে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন।তারপর হালকা ভাবে ম্যাসাজ করে ভালো করে ধুয়ে নিন।মুখ ধোয়ার পর মুখে টোনার এবং ময়শ্চারাইজার লাগান।সপ্তাহে একবার এই প্যাক ব্যাবহার করলেই আপনি পেয়ে যাবেন দাগছোপ হীন উজ্জ্বল ত্বক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.