নেতাদের দ্বিগুণ বেতন বৃদ্ধির ঘোষণা! বিধায়কদের পাশাপাশি বেতন বাড়ছে পঞ্চায়েত স্তরেও।
নজরবন্দি ব্যুরোঃ ন্যায্য বেতনের দাবিতে ৯ দিন ধরে অনশন করছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। তাঁদের দিকে একবারের জন্যেও ফিরে তাকাননি মুখ্যমন্ত্রী। বরঙ সোজাসাপ্টা ভাষায় বলে দিয়েছেন কেন্দ্রীয় হারে বেতন চাইতে হলে কেন্দ্রে চাকরি করুন। সুজন চক্রবর্তী প্রতিবাদ জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী না জেনেই উল্টোপাল্টা মন্তব্য করেছেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন পিআরটি স্কেল দেওয়ার মত টাকা রাজ্যের হাতে নেই।
মহার্ঘ্য ভাতার ক্ষেত্রেও কেন্দ্রের কর্মচারিদের সাথে রাজ্যের কর্মচারিদের প্রাপ্তির তফাৎ ৫৬%, গাছে কাঁঠাল গোঁফে তেলের মত অবস্থা বেতন কমিশনের। করে রিপোর্ট পেশ হবে কেউ জানে না! রিপোর্ট পেশ হবে তারপর ভেবে চিনতে সাধ্যমত তা কার্যকর করবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধ্যমত কথাতেই ইঙ্গিত বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন বাড়বে না ষষ্ঠ পে কমিশনে, কারন টাকা নেই। এই টাকা নেই অবস্থাতেই কদিন আগে বিধায়কদের ভাতা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর নিজের বেতন এখন ১ লক্ষ ১৭ হাজার টাকা। মন্ত্রীদের বেতন ১ লক্ষ ১২ হাজার আর বিধায়কদের বেতন ৮১ হাজার। এছাড়া এবার থেকে বিধানসভার অধিবেশনে এলেই প্রত্যেক বিধায়ক পাবেন ৩ হাজার টাকা, যা আগে ছিল ২০০০। তবে অন্য কয়েকটি রাজ্যের থেকে বিধায়কদের বেতনে বেশ পিছিয়ে রাজ্য। পাশাপাশি আজ পঞ্চায়েত স্তরে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের তিনটি স্তরের প্রতিনিধিদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। যার ফলে রাজ্যের খরচ বাড়বে ২০০ কোটি টাকা।
প্রাথমিক শিক্ষকদের প্রশ্ন, টাকা যদি নেই তাহলে জন প্রতিনিধিদের বেতন বাড়ছে কোন টাকায়? তাহলে য ঘাটতি কি শিক্ষক আর সরকারি কর্মীদের বেলায়?
মহার্ঘ্য ভাতার ক্ষেত্রেও কেন্দ্রের কর্মচারিদের সাথে রাজ্যের কর্মচারিদের প্রাপ্তির তফাৎ ৫৬%, গাছে কাঁঠাল গোঁফে তেলের মত অবস্থা বেতন কমিশনের। করে রিপোর্ট পেশ হবে কেউ জানে না! রিপোর্ট পেশ হবে তারপর ভেবে চিনতে সাধ্যমত তা কার্যকর করবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধ্যমত কথাতেই ইঙ্গিত বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন বাড়বে না ষষ্ঠ পে কমিশনে, কারন টাকা নেই। এই টাকা নেই অবস্থাতেই কদিন আগে বিধায়কদের ভাতা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেছেন মুখ্যমন্ত্রী।
প্রাথমিক শিক্ষকদের প্রশ্ন, টাকা যদি নেই তাহলে জন প্রতিনিধিদের বেতন বাড়ছে কোন টাকায়? তাহলে য ঘাটতি কি শিক্ষক আর সরকারি কর্মীদের বেলায়?

No comments