Header Ads

দিল্লিতে দাড়িভিট স্কুলে নিহত ২ ছাত্রের পরিবার, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

নজরবন্দি ব্যুরো: এখনও ভুলতে পারেনি রাজ্যের মানুষ। এখন থেকে প্রায় এক বছর আগে ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিকে কেন্দ্র করে স্কুল পড়ুয়া ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
অভিযোগ পুলিশের গুলিতে ২ জনের মৃত্যু হয়। যদিও পুলিশের তরফে জানান হয় তারা গুলি চালায় নি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। উত্তেজিত জনতা স্কুলে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।
ছাত্র মৃত্যুর জেরে টানা ৫২ দিন স্কুল বন্ধ থাকে। এই ঘটনার পর থেকে এলাকার লোকেরা ও মৃত ওই দুই ছাত্রের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়। যদিও রাজ্য সরকার এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে। কিন্তু নিহতের পরিবারের লোকেরা সিআইডি তদন্তের উপর খুব একটা সন্তুষ্ট নয়। রাজ্য বিজেপির তরফ থেকে নিহতদের পরিবারকে অমিত শাহ ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করান হয়েছিল।
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দাড়িভিটের নিহতদের পরিবারকে সিবিআই তদন্তের ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন মোদী। এবার প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে দিল্লিতে ডেকে পাঠান। তাই এবার তারা সুবিচারের আশায় বুক বাঁধছেন।

যদিও বঙ্গ বিজেপির তরফে বলা হয়েছে, ৩১ জন শহিদ পরিবারের লোকেরা দিল্লিতে যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.