Header Ads

মামলার কপি ভাল করে না পড়ার অভিযোগ, সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত!

নজরবন্দি ব্যুরো: বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের দেওয়া বেশকিছু মামলার রায় রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলেছে বার বার। আর সেই নিয়ে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের উপর খুব একটা সন্তুষ্ট ছিলেন না রাজ্য সরকারের আইনজীবীরা।
এবার রাজ্য সরকারের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে কোনও মামলার শুনানিতে সওয়াল না করার সিদ্ধান্ত নিলেন। অভিযোগ, বিচারপতি মামলার কপি ভাল করে না পড়েই রায় দিচ্ছেন। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কেও একথা জানিয়েছেন রাজ্য সরকারের এক আইনজীবী।
যদিও আজই বনগাঁ পৌরসভায় অনাস্থা সংক্রান্ত মামলার শুনানি আছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে।
গঙ্গারামপুর পৌরসভায় অনাস্থা সংক্রান্ত একটি মামলার দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির এক আইনজীবী। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানান, আজ(সোমবার)বেলা ৩টের সময় তিনি বিষয়টি শুনবেন। একি সাথে ওই সময় রাজ্য সরকারের আইনজীবীকে উপস্থিত থাকতে বলেন।
তখন রাজ্য সরকারের তরফের আইনজীবী ভাস্কর বৈশ্য জানান, এজি কিশোর দত্তসহ কোনও আইনজীবীই তাঁর বেঞ্চের কোনও মামলাতে উপস্থিত থাকতে চাইছেন না। যদিও উপস্থিত না তাকার কোনও কারণ উল্লেখ করেন নি তিনি। যদিও পরে এবিষয়ে এজলাসের বাইরে তিনি বলেন, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় মামলার কপি ভাল করে পড়েন না। সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাপ্তি চট্টোপাধ্যায়ের কোনও মামলাতেই রাজ্য সরকারের তরফে কেউ সওয়াল করতে উপস্থিত থাকবেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.