Header Ads

এবার ব্ল্যাকমানি ইস্যুতে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়!

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে এক দলীয় সভায় দলের কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'কাটমানির টাকা ফেরত দিন।' আর এর পর থেকে এই কাটমানি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।
তবে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরে সবথেকে বেশি বিপদে পড়েছেন তৃণমূলের নেতারাই। বহু এলাকায় এই কাটমানি ইস্যুতে আক্রান্ত হয়েছেন তৃণমূল সমর্থক থেকে নেতারা।
গতকাল সমাবেশে কাটমানির পাল্টা হিসেবে ব্ল্যাকমানি ফেরতের দাবি তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা। আজ শিলিগুড়িতে এসে সে বিষয়েই তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, "সবচেয়ে বেশি ব্ল্যাকমানি জমা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আগে উনি সেই টাকা ফেরত দিন।"

এর পরেই মুকুল রায় মুখ্যমন্ত্রীর ব্যালটে নির্বাচনের পরিকল্পনা ও তৃণমূলে প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। বলেন, "যদি সত্যিই ব্যালট ছাড়া ভোটে গরমিল হয়ে থাকে তাহলে উনি এত দিন রাজ্যের ক্ষমতায় ভুল ভাবে আছেন?
অন্যায়ভাবে জিতেছেন? ইভিএম-এ যদি ভুল হয়, তাহলে তিনি চিহ্নিত করুন। আবার নির্বাচন হোক। আসলে উনি ছাপ্পার রাজনীতিতে বিশ্বাস করেন। আর ছাপ্পা মেরে ভোট দিতে চাইছেন। ভাবছেন রাজ্যের পুলিশ তাঁর সঙ্গে আছেন। তাঁর ক্যাডার দিয়ে জোর করে ভোটে জিতবেন। তিনি আরও বলেন "এবার মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় দলের স্বীকৃতি হারাতে চলেছেন। আগামী দু-টি নির্বাচনের পর নির্বাচন কমিশন যখন মূল্যায়ন করবে, তখন দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দলের মর্যাদাও হারাবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.