Header Ads

দীর্ঘ ৭ ঘণ্টা জেরার মুখে ঋতুপর্ণা! বেরিয়ে এসে কি বললেন নায়িকা?

নজরবন্দি ব্যুরোঃ বেলা ১২ টার সময় কলকাতায় ইডির দফতরে তিনি ঢুকেছিলেন বৃহস্পতিবার। এরপর থেকে শুরু হয় টলিউড স্টার ঋতুপর্ণা সেনগুপ্তর জেরা পর্ব। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ঋতুপর্ণাকে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় তলব করে ইডি। তারপরই চলে বৃহস্পতিবার ঋতুপর্ণার জিজ্ঞাসাবাদ পর্ব। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা জেরার পর বেরিয়ে সাংবাদিকদের নায়িকা বলেন “আমার সংস্থা ‘ভাবনা আজ ও কাল’-এর সঙ্গে যৌথ ভাবে রোজভ্যালির একটি প্রজেক্ট করার কথা ছিল। সেই কারণেই তাঁর সংস্থাকে চিঠি পাঠায় ইডি। সেই সংক্রান্ত প্রশ্ন ছিল।
প্রশ্নের উত্তরপর্ব আমি বুঝিয়ে দিয়ে এসেছি সবছিু সমাধান হয়ে গিয়েছে। আর কোনও সমস্যা নেই”। তবে সুত্রের খবর রোজভ্যালির খরচে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বিদেশ ভ্রমণ নিয়ে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অফিসাররা তাঁর কাছে জানতে চান, কেন টলিউড অভিনেত্রীকে বিদেশ ভ্রমণের খরচ জোগালো গৌতম কুণ্ডুর সংস্থা ।
 কয়েকটি সিনেমার স্বত্ত্ব কেনে রোজভ্যালি। সেই প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সে বিষয়েও অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রসঙ্গত আজ ১৯এ জুলাই দুপুর ১২ টার মধ্যে অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুত্রের খবর অভিনেতা যাবেন বলেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.