Header Ads

শিক্ষক-শিক্ষিকাদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসার আশ্বাস, শো-কজের নির্দেশ প্রত্যাহার।


নজরবন্দি ব্যুরো: স্কুল থেকে ছুটি না নিয়ে যারা আন্দোলনে যোগ দিয়েছেন তাঁদের শো-কজ করতে হবে। প্রতিটি জেলায় এমনই নির্দেশ এসেছিল গত মঙ্গলবার। আর ওই নির্দেশের কয়েক ঘণ্টা পরেই বদলে গেল সেই নির্দেশ। নতুন নির্দেশে জানান হল, এখনই শিক্ষকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা যেন না নেওয়া হয়।


স্কুলশিক্ষা দফতর থেকে এই দুটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যদিও শিক্ষামন্ত্রী বলেন, "এ ব্যাপারে কিছু জানা নেই।"গত শুক্রবার থেকে সল্টলেকে উন্নয়ন ভবনের পাশে অনশন-অবস্থান করছেন ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(উস্তি)-র সদস্যরা। সংগঠনের সঙ্গে আলোচনাক্রমে যোগ্যতা অনুযায়ী বেতন সংশোধন, অনৈতিকভাবে বদলি করা শিক্ষকদের বদলি প্রত্যাহার-সহ বেশ কয়েকটি দাবিতেই এই আন্দোলনে নামেন তাঁরা।
যদিও এর পরেই শিক্ষামন্ত্রী আশ্বাস দেন যে, রাজ্যের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের দাবিদাওয়া নিয়ে তিনি আলোচনায় বসবেন। এর পাশাপাশি তিনি জানান, স্কুলে না গিয়ে শিক্ষকেরা আন্দোলনে যোগ দিলে তা বরদাস্ত করা হবে না। এর পরেই স্কুলশিক্ষা দফতর থেকে জেলায় জেলায় ওই শো-কজের নির্দেশ পাঠান হয়। এই নির্দেশে পাবার পরেই শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও তার পরের দিন নতুন নির্দেশিকা জারি করে জানান হয় এখনই শিক্ষকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা যেন না নেওয়া হয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.