ক্রিকেট থেকে জিম্বাবোয়েকে নির্বাসিত করলো আইসিসি।
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে জিম্বাবোয়েকে নির্বাসিত করার কথা ঘোষণা করে আইসিসি।শুধু বহিষ্কারই করা হয়নি, বন্ধ করে দেয়া হয়েছে আর্থিক সহযোগিতাও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা থেকে প্রতি বছর ৯ মিলিয়ন ডলার পেত জিম্বাবোয়ে। এই শাস্তির জেরে আইসিসি-র পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আইসিসি পরিচালিত কোনও ইভেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবোয়ে।
কিন্তু ঠিক কি কারনে এই শাস্তি? স্বচ্ছ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকারী হস্তক্ষেপ মুক্ত ক্রিকেট প্রশাসন গঠনে ব্যর্থ জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন “কোনও সদস্য দেশকে সাসপেন্ড করতে আমরা কোনও দিনও চাই না। কিন্তু ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে আমরা বদ্ধপরিকর। জিম্বাবয়েতে যা হয়েছে, তা আইসিসির নিয়মবিরুদ্ধ। ফলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি”।

No comments