Header Ads

চর্মনগরীতে ৮০ হাজার কোটি লগ্নী, ৫ লক্ষ কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ বানতলায় চর্মশিল্পের নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন “সারা দেশের সবচেয়ে বড় চর্মশিল্পের হাব তৈরি হতে যাচ্ছে এই রাজ্যে। ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে চর্মশিল্পের নতুন প্রকল্প থেকে। শুধু তাই নয়, ৮০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এই প্রকল্পে”। এই হাবের নতুন নাম ‘কর্মদিগন্ত’। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আমরা প্রস্তাব পেয়েছিলাম। তারপরই এখানে এই বিনিয়োগ হচ্ছে। ইউনিক হাব হবে এটি। শুধু এশিয়া নয়, বিশ্বেরও বৃহত্তম চর্মনগরী হয়ে উঠবে এই জায়গা। কলকাতার বিনিয়োগকারীরা যেমন এখানে সুযোগ পাবেন, তেমনই কানপুর, চেন্নাই থেকেও এসেছেন এখানে। আজ তাই বাংলার গর্ব করার দিন।
 যখন সারা দেশে কর্মসংস্থানের সুযোগ গুটিয়ে যাচ্ছে, তখন আমরা প্রাণ ফিরিয়ে দিচ্ছি”। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ড. অমিত মিত্র, পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী জাভেদ খান, সাংসদ মিমি চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেন, লেদার এক্সপোর্ট কাউন্সিলের চেয়ারম্যান আকিল আহমেদ এবং শিল্পপতি ও ইতালি দূতাবাসের প্রতিনিধিরা। বৃহস্পতিবার মেগা লেদার ক্লাস্টারের শিলান্যাসের পাশাপাশি ফুটওয়্যার পার্ক, লেদার গুডস পার্ক, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বানতলা চর্মনগরীতে চর্মশিল্পের বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে উন্নয়নের উপরে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।
 কানপুর লেদার ইন্ডাস্ট্রিজ সহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা চর্মশিল্পে বিনিয়োগের বিষয়ে বিশেষ উত্সাহ দেখিয়েছে। ওয়েস্টবেঙ্গল ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ খান জানান “বাম আমলে পূর্ব কলকাতার ট্যাংরা সহ সন্নিহিত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চর্মশিল্পকে একই ছাতার তলায় নিয়ে আসার জন্য বানতলায় চর্মনগরী গড়ে তোলা হলেও তৃণমূল জমানায় চর্মশিল্পের প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.