বিজেপির সভায় হিজাব পরে হনুমান চালিসা পাঠ, প্রাননাশের হুমকিতে বাড়ি ছাড়া ইসরত জাহান।
নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে তিন তালাক বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি, থাকেন হাওড়ায়, নাম ইসরত জাহান। কমবেশি সবাই এই নামের সাথে পরিচিত। এবার সেই ইসরত হলেন বাড়িছাড়া! হাওড়ার গোলাবাড়ি থানার নন্দ ঘোষ রোডে এক ভাড়াবাড়িতে সন্তানদের নিয়ে থাকেন তিনি।
সেখান থেকেই পালিয়ে বেঁচে আপাতত আত্মগোপন করে রয়েছেন তিনি। কিন্তু কেন? ইসরতের করা অভিযোগ অনুযায়ী ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিজেপি-র একটি সভায়। বিজেপি-র ওই সভায় হিজাব পরে হনুমান চালিসা পাঠ করেন তিনি। এরপরেই পরদিন সকালে তাঁর বাড়িতে চড়াও হন কয়েকশো মানুষ। সেই চড়াও হওয়া ব্যাক্তিদের মধ্যে তাঁর বাড়িওলা মুনাজির হোসেন এবং দেওর মুস্তাফা আনসারিও ছিলেন। সেখানেই ইসরত কে হুমকি দিয়ে বলা হয় ভাড়াবাড়ি থেকে বেরিয়ে যেতে।
ইসরত জানিয়েছেন, ওঁরা আমাকে হুমকি দিয়ে আমার দিকে আঙুল তুলে বলতে থাকে, আমি হিজাব পরে হনুমান চালিসা পাঠ করেছি। তখনই কয়েকশো লোক খেপে গিয়ে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এমনকি আমাকে প্রাণে মারার হুমকিও দেয়। সন্তানদের ও নিজের নিরাপত্তার কথা ভেবে আপাতত আত্মীয়বাড়িতে আত্মগোপন করে রয়েছি।"
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
সেখান থেকেই পালিয়ে বেঁচে আপাতত আত্মগোপন করে রয়েছেন তিনি। কিন্তু কেন? ইসরতের করা অভিযোগ অনুযায়ী ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিজেপি-র একটি সভায়। বিজেপি-র ওই সভায় হিজাব পরে হনুমান চালিসা পাঠ করেন তিনি। এরপরেই পরদিন সকালে তাঁর বাড়িতে চড়াও হন কয়েকশো মানুষ। সেই চড়াও হওয়া ব্যাক্তিদের মধ্যে তাঁর বাড়িওলা মুনাজির হোসেন এবং দেওর মুস্তাফা আনসারিও ছিলেন। সেখানেই ইসরত কে হুমকি দিয়ে বলা হয় ভাড়াবাড়ি থেকে বেরিয়ে যেতে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

No comments