পে-কমিশন, PRT নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষামন্ত্রী।সিদ্ধান্ত ঘোষণা আগামী সপ্তাহে #SuperExclusive
নজরবন্দি ব্যুরোঃ একদিকে যখন যোগ্যতা অনুযায়ী বেতনের দাবীতে UUPTWA-র নেতৃত্বে প্রাথমিক শিক্ষকরা অনশন করছেন অন্যদিকে তখন প্রাথমিকে যোগ্যতা অনুযায়ী বেতন সহ একাধিক দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে এবিপিটিএ। পরে এবিপিটিএ সহ বামপন্থী নেতাদের সাথে বৈঠক হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
এবিপিটিএ-র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কৃষ্ণেন্দু রায়চৌধুরী জানান, একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে। শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছেন রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের West Bengal Health Scheme-২০০৮ এর আওতায় আনতে চলেছে। খুব দ্রুত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশনামা জেলায় জেলায় পাঠানোর ব্যাবস্থা হচ্ছে।শীঘ্রই বদলি প্রক্রিয়া চালু হচ্ছে আবার।
সবথেকে বড় খবর আজ রাতেই শিক্ষামন্ত্রী আলোচনার বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেখানে ঠিক হবে প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতনের কাঠামো ঠিক কি হবে। পাশাপাশি আলোচনায় আসবে পে কমিশন দ্রুত কার্যকর করার বিষয়টিও। আজকের বৈঠকে উস্থি, এবিপিটিএ সহ অন্যান্য শিক্ষক সংগঠনের সবরকম দাবি নিয়েই আলোচনা হবে মুখ্যমন্ত্রীর সাথে। সেই আলোচনার ফল কি হল তা আগামী সপ্তাহে নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের নিয়ে এক মিটিং ডাকা হবে সেখানে জানানো হবে বলে খবর সূত্রের।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "আজ শিক্ষামন্ত্রী উস্থির অনশন মঞ্চে যাওয়ার কথা ছিল শুনেছিলাম কিন্তু এবিপিটিএর বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ায় সেটাকেই সম্ভবত সাময়িক ভাবে প্রাধান্য দেন তিনি। আসলে শিক্ষামন্ত্রী-র কিছু করার নেই, ওনার সদিচ্ছা থাকলেও মুখ্যমন্ত্রী-র অনুমতি ছাড়া এরাজ্যে কিছুই সম্ভব নয়। পার্থ বাবু শিক্ষকদের নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল কিন্তু ওনাকে আটকে যাতে হয় মুখ্যমন্ত্রীর অনুমোদনের কাছে। অন্যদিকে পে কমিশনের ক্ষেত্রেও ব্যাপারটা একই, অভিরূপ সরকারেরও কিছু করার নেই যতক্ষন না মুখ্যমন্ত্রী-র সদিচ্ছা জাগে।" মলয় বাবু উদাহরন দিয়ে বলেন, "একটু পিছনে তাকিয়ে দেখুন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র আর মহার্ঘ্য ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাহলে অর্থ মন্ত্রক করবে টা কি?"
উল্লেখ্য দুদিন আগেই বিজিটিএর সাথে বৈঠক চলাকালীন হতাশা ও ক্ষোভ ব্যাক্ত করেছিলেন শিক্ষা মন্ত্রী। বিজিটিএ সূত্র জানিয়েছিল,
আলোচনার সময় ক্ষোভ প্রকাশ করে পার্থ বাবু মন্তব্য করেন, "কি করি বলুন তো? এদিকে আপনারা ১০-১৫টা মামলা করে বসে আছেন, অন্যদিকে এসএসকে এমএসকে রা বাড়ির সামনে বিক্ষোভ করছে, আর একদিকে পিআরটি অনশন করছে! বিজিটিএ সূত্র জানাচ্ছে পার্থ বাবু ক্ষোভ প্রকাশ করে বলেন এমনিতেই টাকা নেই তার ওপর এত দাবি, তবুও সরকার চেষ্টা করছে মানবিকতার সঙ্গে। তিনি হতাশার সাথে জানান আপনারা আবার আমাদের ভোটও দেননি!!!"
এবিপিটিএ-র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কৃষ্ণেন্দু রায়চৌধুরী জানান, একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে। শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছেন রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের West Bengal Health Scheme-২০০৮ এর আওতায় আনতে চলেছে। খুব দ্রুত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশনামা জেলায় জেলায় পাঠানোর ব্যাবস্থা হচ্ছে।শীঘ্রই বদলি প্রক্রিয়া চালু হচ্ছে আবার।
Loading...
আলোচনার সময় ক্ষোভ প্রকাশ করে পার্থ বাবু মন্তব্য করেন, "কি করি বলুন তো? এদিকে আপনারা ১০-১৫টা মামলা করে বসে আছেন, অন্যদিকে এসএসকে এমএসকে রা বাড়ির সামনে বিক্ষোভ করছে, আর একদিকে পিআরটি অনশন করছে! বিজিটিএ সূত্র জানাচ্ছে পার্থ বাবু ক্ষোভ প্রকাশ করে বলেন এমনিতেই টাকা নেই তার ওপর এত দাবি, তবুও সরকার চেষ্টা করছে মানবিকতার সঙ্গে। তিনি হতাশার সাথে জানান আপনারা আবার আমাদের ভোটও দেননি!!!"

No comments