Header Ads

৩ লক্ষ কর্মীকে ছাঁটাই করতে চায় ভারতীয় রেল!

নজরবন্দি ব্যুরো: রেল-কর্মীদের ছাঁটাই  করার উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। ৫৫ বছরের বয়সের রেল কর্মচারীদের মূলত ছাঁটাই করতে চাইছে রেল। ইতিমধ্যেই সেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাপে প্রায় ৩ লক্ষ কর্মীকে ছাঁটাই করা হতে পারে।



এর সঙ্গে ২০২০ সালের প্রথম তিন মাসের মধ্যে যে সব কর্মী রেলে চাকরির ৩০ বছর পূর্ণ করে ফেলবেন, তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি কর্মীর সার্ভিস রেকর্ডও খতিয়ে দেখতে হবে। ইতিমধ্যে এই চিঠি প্রত্যেক জোনাল ম্যানেজারের কাছে পৌঁছে গিয়েছে। আগস্ট মাসের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য
জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্ট জমা দিতে হবে ভারতীয় রেলওয়ে বোর্ডের কাছে। রেলে বর্তমানে ১৩ লক্ষ কর্মচারী কাজ করেন। রেলমন্ত্রক ৩ লক্ষ ছাঁটাই করে বাকি ১০ লক্ষ কর্মীকে কাজে বহাল রাখতে চাইছে। এখন দেখার রেলের বিভিন্ন সংগঠন তারা কি সিদ্ধান্ত নেয়। তাদের উপর রেলের এই সিদ্ধান্তের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.