Header Ads

বসিরহাটের চেয়ারম্যান উন্নয়ন করছেন না! অনাস্থা তৃণমূল কাউন্সিলারদের।

নজরবন্দি ব্যুরোঃ নিজের বিরুদ্ধেই নিজের অনাস্থা! ব্যাপারটা এইরকম শোনালেও কিছুটা ফারাক আছে ঘটনায়। তৃণমূল পরিচালিত বসিরহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূলের কাউন্সিলাররাই!
উল্লেখ্য বসিরহাট পুরসভায় মোট আসন রয়েছে ২৩ টি, ২৩ টি আসনের মধ্যে তৃণমূলের হাতে রয়েছে ১৬টি আসন, কংগ্রেসের হাতে ৩টি এবং বামফ্রন্ট ও বিজেপি-র হাতে যথাক্রমে ২টি করে আসন।
২০১৫ সালের পুর নির্বাচনে ২৩টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ১৩টি আসনে। পরে কংগ্রেস থেকে ২ জন এবং বিজেপি থেকে একজন কাউন্সিলার যোগ দেন তৃণমূলে।
এদিন তৃণমূলের উপ-পুরপ্রধান সুদেব সাহা সহ ১২ জন তৃণমূল কাউন্সিলার অনাস্থা এনেছে পুরসভার চেয়ারম্যান তপন সরকারের বিরুদ্ধে। মহকুমা শাষক ও পুরসভার রিভিউ সেন্টারে তাঁরা অনাস্থাপত্র জমা দেন।
তাঁদের অভিযোগ রাজ্য জুড়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় যখন উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তখন পিছিয়ে পড়েছে বসিরহাট। এর জন্যে দায়ী পুরসভার চেয়ারম্যান। আর উন্নয়ন না করলে জনগন ভোট দেবে না।
অন্যদিকে পুরসভার চেয়ারম্যান তপন সরকার জানিয়েছেন তিনি দলের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন! 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.