Header Ads

সারদার টাকা ফিরিয়ে দিতে চান শতাব্দী রায়!

নজরবন্দি ব্যুরো: সারদার টাকা ফিরিয়ে দিয়ে ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার সেই পথে হেঁটে সারদার টাকা ফিরিয়ে দিতে চান সাংসদ শতাব্দী রায়। এই মর্মে ইডিকে চিঠি দিয়ে জানালেন শতাব্দী। সারদার কাছ থেকে পাওয়া ২৯ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চেয়ে এই চিঠি।
সিবিআই ও ইডি যৌথ ভাবে তদন্ত শুরু করেছে সারদা কাণ্ডের। জিজ্ঞাসাবাদের জন্য  বীরভূমের দু-বারের সাংসদ শতাব্দী রায়কে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা জানতে পারেন, সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী।
ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কি কারণে আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই ওই জিজ্ঞাসাবাদ। যদিও এর আগে সারদা চিটফান্ড আর্থিক দুর্নীতি মামলায় শতাব্দী রায়কে ডাকা হয়ে ছিল।
 কিন্তু প্রশ্ন উঠছে কেনও তিনি এতদিন পরে এই টাকা ফিরিয়ে দিতে চাইছেন? রাজনৈতিক মহলের একটা অংশের মতে সিবিআই ও ইডির যৌথ তদন্তে প্রবল চাপে শতাব্দী। পরিস্থিতি সবকিছু বুঝে নিজেকে বাঁচাতে এই কৌশলী সিদ্ধান্ত এই সাংসদের।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.