Header Ads

যোগীর রাজ্যে আটক প্রিয়াঙ্কা গান্ধী!

নজরবন্দি ব্যুরো: যোগীর রাজ্যে আটক প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। আজ সকালে উত্তরপ্রদেশের সোনভদ্র যাবার পথে তাকে আটকায় পুলিশ। ওই রাজ্যে ১০ জন কৃষককে জমি-বিবাদের জেরে শ্যুটআউটে মৃত্যু হয়। তাদের পরবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়ঙ্কা।

কংগ্রেসের তরফে বিজেপি সরকার ও যোগী আদিত্যনাথকে নিশানা করা হয়। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির কথা তুলে ধরা হয়। প্রিয়াঙ্কা গান্ধী ভাদরাকে এদিন মিরজাপুরের সোনভদ্রতে রাস্তার কাছে আটকে দেওয়া হয়। ওই রাস্তার ধারে বসে থাকতে দেখা যায় তাঁকে। তাঁর সাথে উপস্থিত ছিলেন দলের কর্মীরা ও তাঁর নিরাপত্তারক্ষীরা।

এর পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন , " আমরা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে দেখা করতে চাই। যারা তাদের বাড়ির লোকজনদের খুব খারাপভাবে হারিয়েছেন। আমার ছেলের বয়সী একজনকে গুলি করা হয়েছে ও হাসপাতালে শুয়ে আছে। আমাকে জানান হোক, কোন আইনে আমাকে এখানে আটকান হচ্ছে।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.