মুক্তি পেল “মিশন মঙ্গল” এর ট্রেলার।
নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে হিন্দি ছবি 'মিশন মঙ্গল'। তার আগে ছবির ট্রেলার দেখে দর্শকের উত্সাহ চোখে পরারা মত। আর হবে নাই বা কেন? অক্ষয় কুমার, বিদ্যা বালান, শরমন যোশী, সোনাক্ষী সিনহা, কৃতী কুলহারি তাপসী পান্নুর মতো তাবড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এই ছবিতে। । ছবিটি পরিচালনা করেছেন জগন শক্তি।
এবছর স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে “মিশন মঙ্গল”। তবে তার আগে ছবির ট্রেলার যে দর্শকদের সাসপেন্স বাড়িয়ে দিয়েছে মুক্তি পেল ছবির ট্রেলার। দেখুন আপনিও।
এবছর স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে “মিশন মঙ্গল”। তবে তার আগে ছবির ট্রেলার যে দর্শকদের সাসপেন্স বাড়িয়ে দিয়েছে মুক্তি পেল ছবির ট্রেলার। দেখুন আপনিও।

No comments