শিক্ষক আন্দোলনে ব্যাকফুটে রাজ্য, শো-কজ প্রত্যাহার। মুখ্যমন্ত্রী চমক দিতে পারেন ২১শে জুলাই। #Exclusive
নজরবন্দি ব্যুরো: চলছে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি-র দাবীতে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের অনশন-আন্দোলন-ধর্না। নিজেদের দাবীতে আজ ৬ দিন ধরে অনশন করছেন তাঁরা। রাজ্যের শিক্ষা দফতর এই আন্দোলন কে পাত্তা দিতে না চাইলেও শেষ পর্যন্ত পাত্তা দিতে বাধ্য হলেন।
উস্থি-র অনশন আন্দোলন কে পঙ্গু করতে গত মঙ্গলবার প্রতিটি জেলায় নির্দেশ এসেছিল স্কুল থেকে ছুটি না নিয়ে যারা আন্দোলনে যোগ দিয়েছেন তাঁদের শো-কজ করতে হবে। সরকারের চরম এই অবস্থানের তীব্র বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ থেকে শুরু করে একাধিক শিক্ষক সংগঠন।শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ! তদন্তে এবার সিবিআই? শুধু তাই নয় জেলা বিদ্যালয় পরিদর্শক-রাও বিড়ম্বনায় পড়েছিলেন শো কজটা করবেন কিভাবে? এবার সেই চিন্তা থেকে তারাও মুক্তি পেলেন।
একাধিক চাপে কার্যত পিছু হঠল রাজ্য, বদলে গেল সেই শো-কজের নির্দেশ। নতুন নির্দেশে জানান হল, এখনই শিক্ষকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা যেন না নেওয়া হয়। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন, এ ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। তিনি উস্থির আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেন, শিক্ষকদের কাজ রাস্তায় শুয়ে থাকা নয়! রাজ্য সরকারের হাতে টাকা নেই, টাকা থাকলে দিতে তো কোন আপত্তি নেই। পরে বাম আমলের দিকে ইঙ্গিত করে বলেন ২০০৯ সালের ঘটনা প্রতিফলিত হচ্ছে ২০১৯ এ। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক, তিনি সঠিক সময়েই ব্যাবস্থা নেবেন। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী সপ্তাহে নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠন কে নিয়ে এক বৈঠক করা হবে। সেখানেই রাজ্য সরকারের অবস্থান জানিয়ে দেওয়া হবে।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক প্রশ্নের উত্তরে বলেন, "এখন পর্যন্ত যা বুঝছি তাতে আজ এবং আগামীকাল রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের অনশন নিয়ে কোন অভিব্যাক্তি প্রকাশ করবে না তবে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন শিক্ষকদের। এবং ২১শে জুলাই তৃণমূলের সভা শুরুর আগেই শিক্ষামন্ত্রকের প্রতিনিধিদল প্রাথমিক শিক্ষকদের অনশন ভাঙাতে পৌঁছে যাতে পারেন বিকাশ ভবন চত্বরে। মুখ্যমন্ত্রী সবসময়ই চমকের রাজনীতি পছন্দ করেন।"
মলয় বাবু অনশনকারী শিক্ষকদের স্বাস্থ নিয়েও চরম উৎকণ্ঠা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১৩ই জুন থেকে বিকাশ ভবনের পাশে অনশন-অবস্থান করছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যরা। যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো সংশোধন, অনৈতিকভাবে বদলি করা শিক্ষকদের বদলি প্রত্যাহার-সহ বেশ কয়েকটি দাবিতেই এই আন্দোলনে নেমেছেন তাঁরা। সেই অনশন আজ ৬ দিনে পড়েছে, একাধিক হুমকি চরম অব্যাবস্থাকে পাশ কাটিয়ে চলছে আন্দোলন। সূত্রের খবর, অনশন স্থলে জলের ব্যাবস্থা নেই, নেই টয়লেট(যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে), বসাতে দেওয়া হয়নি বায়ো টয়লেটও।
উস্থি-র অনশন আন্দোলন কে পঙ্গু করতে গত মঙ্গলবার প্রতিটি জেলায় নির্দেশ এসেছিল স্কুল থেকে ছুটি না নিয়ে যারা আন্দোলনে যোগ দিয়েছেন তাঁদের শো-কজ করতে হবে। সরকারের চরম এই অবস্থানের তীব্র বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ থেকে শুরু করে একাধিক শিক্ষক সংগঠন।শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ! তদন্তে এবার সিবিআই? শুধু তাই নয় জেলা বিদ্যালয় পরিদর্শক-রাও বিড়ম্বনায় পড়েছিলেন শো কজটা করবেন কিভাবে? এবার সেই চিন্তা থেকে তারাও মুক্তি পেলেন।
মলয় বাবু অনশনকারী শিক্ষকদের স্বাস্থ নিয়েও চরম উৎকণ্ঠা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১৩ই জুন থেকে বিকাশ ভবনের পাশে অনশন-অবস্থান করছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্যরা। যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো সংশোধন, অনৈতিকভাবে বদলি করা শিক্ষকদের বদলি প্রত্যাহার-সহ বেশ কয়েকটি দাবিতেই এই আন্দোলনে নেমেছেন তাঁরা। সেই অনশন আজ ৬ দিনে পড়েছে, একাধিক হুমকি চরম অব্যাবস্থাকে পাশ কাটিয়ে চলছে আন্দোলন। সূত্রের খবর, অনশন স্থলে জলের ব্যাবস্থা নেই, নেই টয়লেট(যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে), বসাতে দেওয়া হয়নি বায়ো টয়লেটও।
Loading...

No comments