Header Ads

আন্দোলন-অনশন, কথার মূল্য নেই মুখ্যমন্ত্রীর! মমতা কে বেনজির খোঁচা মন্দাক্রান্তার।

নজরবন্দি ব্যুরোঃ যোগ্যতা অনুযায়ী বেতন এবং সহকর্মীদের অনৈতিক ট্রান্সফারের প্রতিবাদে অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাসোশিয়েসনের সদস্যরা অনশন-অবস্থান করছেন বিকাশ ভবনের অদূরে। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোন অফিসিয়াল সাড়া আসেনি, এদিকে অতিক্রান্ত হওয়ার পথে অনশনের ৬ দিন। পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন,
"শিক্ষকদের কাজ রাস্তায় শুয়ে থাকা নয়! রাজ্য সরকারের হাতে টাকা নেই, টাকা থাকলে দিতে তো কোন আপত্তি নেই। পরে বাম আমলের দিকে ইঙ্গিত করে বলেন ২০০৯ সালের ঘটনা প্রতিফলিত হচ্ছে ২০১৯ এ। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক, তিনি সঠিক সময়েই ব্যাবস্থা নেবেন।"
প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এক বার্তায় কবি শঙ্খ ঘোষ জানিয়েছিলেন তিনি চরম লজ্জিত বোধ করছেন।
পাশাপাশি আর এক কবি মন্দাক্রান্তা সেনও পাশে দাড়িয়েছেন প্রাথমিক শিক্ষকদের। তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন। অন্যদিকে এই অনশন প্রসঙ্গেই মন্দাক্রান্তা রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় কে খোঁচা দিলেন এবার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে অনশনে বসেছিলেন এসএসসি চাকরি প্রার্থীরা। ২৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলে অনশন তুলে নেন তাঁরা। মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন জুন মাসের মধ্যেই তাঁদের সমস্যা মিটিয়ে দেবেন তিনি।
এই প্রসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে খোঁচা দিলেন কবি মন্দাক্রান্তা সেন। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন জুন মাসে SSC উত্তীর্ণ তরুণ কর্মপ্রার্থীদের চাকরি মিলবে। প্রশ্ন হচ্ছে তিনি কোন জুনমাসের কথা বলেছিলেন? ২০১৯ - এর জুনমাস নাকি ২০২০ নাকি ২০২৫ নাকি আরো কোনো পরবর্তী জুন মাসে?"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.