পুলিশ ও শাসকদল একসাথে কাজ করেছে! বনগাঁ প্রসঙ্গে বিস্ফোরক বিচারপতি
নজরবন্দি ব্যুরো: বনগাঁ পুরসভার আস্থা ভোট নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। হাই কোর্টের নির্দেশ থাকা সত্বেও মঙ্গলবার বনগাঁ পুরসভার আস্থা ভোটে নজিরবিহীন বেনিয়ম হয় বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে বুধবার বিচারপতির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বলেন, "পুলিশ ও শাসকদল একসাথে কাজ করেছে। নিময়মাফিক কাজ করতে বলেছিলাম। চেয়ারম্যান অনাস্থা আনতেই দেননি।" এর পরে বিচারপতি নির্দেশ দিয়ে বলেন, বৃহস্পতিবার নতুন করে পিটিশন দায়ের করতে পারবে বিজেপি।
আদালত থেকে পাওয়া খবর, এই বিতর্কিত ঘটনার বর্ণনা দিয়ে এদিন হাই কোর্টে সওয়াল করেন বিজেপির আইনজীবী। আদালতে সমস্ত খবরের কাগজের কাটিং দেখিয়ে তিনি বলেন, আদালতের পূর্ববর্তী নির্দেশ না মেনেই, মঙ্গলবার বনগাঁ পুরসভার অনুষ্ঠিত হয়েছে আস্থা ভোট।
বিজেপির কাউন্সিলরদের আসতে বাধা দেওয়া হয়। দুই কাউন্সিলরের গ্রেফতারির উপর হাই কোর্ট স্থগিতাদেশ দেয়। কিন্তু তার পরেও তাঁদের যথা সময়ে আস্থা ভোটে অংশগ্রহণ করতে দেয়নি রাজ্য পুলিশ। ভোট গ্রহণে বেনিয়ম হয়েছে। পুলিশ শাসকদলের হয়ে কাজ করেছে। বিজেপির আইনজীবীর বক্তব্য শোনেন বিচারপতি। এরপরই তিনি জানান, বৃহস্পতিবার নতুন করে পিটিশন দায়ের করতে হবে বিজেপিকে।
বলেন, "পুলিশ ও শাসকদল একসাথে কাজ করেছে। নিময়মাফিক কাজ করতে বলেছিলাম। চেয়ারম্যান অনাস্থা আনতেই দেননি।" এর পরে বিচারপতি নির্দেশ দিয়ে বলেন, বৃহস্পতিবার নতুন করে পিটিশন দায়ের করতে পারবে বিজেপি।
আদালত থেকে পাওয়া খবর, এই বিতর্কিত ঘটনার বর্ণনা দিয়ে এদিন হাই কোর্টে সওয়াল করেন বিজেপির আইনজীবী। আদালতে সমস্ত খবরের কাগজের কাটিং দেখিয়ে তিনি বলেন, আদালতের পূর্ববর্তী নির্দেশ না মেনেই, মঙ্গলবার বনগাঁ পুরসভার অনুষ্ঠিত হয়েছে আস্থা ভোট।
No comments