Header Ads

রেলের বেসরকারিকরণের জল্পনা ওড়ালেন রেলমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: বাজেট প্রকাশের দিনই রেলের বেসরকারিকরণের প্রসঙ্গ উসকে দিয়েছিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই প্রসঙ্গে রেলের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই বলে লোকসভাতে সাফ জানিয়ে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

যদিও রেলের বেসরকারিকরণের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছিলেন, রেলের আধুনিকীকরণের জন্য যে অর্থের দরকার তা রেলের নিজস্ব আয়ের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তাই বিদেশি বিনিয়োগের সাহায্যের দরকার। অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরেই অনেকে রেলের বেসরকারিকরণের ইঙ্গিত পেয়েছিলেন। এবার সেই সম্ভাবনার কথা ওড়ালেন খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেলমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন এখন রেলের বেসরকারিকরণের কোনও প্রশ্ন আসে না।

তিনি আজ সংসদে দাঁড়িয়ে বলেন, " এখনই রেলের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই।" এর পরে তিনি আরও বলেন "এখনও পর্যন্ত কোনও প্যাসেঞ্জার ট্রেনকেও বেসরকারিকরণ করার জন্য সনাক্ত করা হয়নি।" যদিও রেলমন্ত্রক সূত্রের খবর, দিল্লি-লখনউ এক্সপ্রেস ট্রেনটি বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.