Header Ads

১৩০ কোটি ভারতীয়র আশা এক রান আউট এ শেষ। বিশ্বকাপ থেকে বিদায় টিম ইন্ডিয়ার।

নজরবন্দি ব্যুরোঃ ম্যাঞ্চেস্টারে রিজার্ভ ডে'র বিশ্বকাপ সেমিফাইনাল মহারণে ভারতের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলল নিউজিল্যান্ড। বিশ্বকাপ ফাইনালের টিকিট পেতে ভারতের টার্গেট ২৪০ রান। কিউয়ি ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেন টস টেলর। ৬৭ রান করেন কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে প্রথমেই চাপের মুখে পরে ভারত। ১০ ওভারে ২৪ রানে ৪ উইকেট। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন রোহিত শর্ম, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দীনেশ কার্তিক। বড় রানে হারের শঙ্কা চেপে বসেছিল ভারতীয় সমর্থকদের মনে।
কিন্তু তারপরেই এক লড়াই দেখলেন ম্যাঞ্চেস্টারের উপস্থিত ২৫ হাজার দর্শক। প্রথমে ঋষভ পন্থ ও হার্দিক পান্ড্য এবং তারপর মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপ। হারের মুখ থেকে প্রায় জয় ছিনিয়ে নিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ রক্ষা হল না। ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন ধোনি আর ওখানেই শেষ হয়ে গেল ১৩০ কোটি ভারতীয়র সব আশা। ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরে এবারের মত বিশ্বকাপ থেকে বিদায় নিল টিম ইন্ডিয়া।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.