Header Ads

সমবায়ের সম্পদ যাচ্ছে তৃণমূল নেতাদের ঘরে, প্রতিবাদে বিক্ষোভ

নজরবন্দি ব্যুরো: ফের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বড় রকমের দুর্নীতির অভিযোগ। এলাকার লোকেদের অভিযোগ সমবায়ের সম্পদ যাচ্ছে তৃণমূল নেতাদের ঘরে। এবং এই সমবায় চালাতে গিয়ে একাধিক অনিয়ম চলছে।
সব ব্যাপারে অভিযোগের তির তৃণমূলের দিকে। এই সব অভিযোগের ভিত্তিতে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ।

এই সব দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় বুধবার। ওই ব্যাঙ্কের ১৫ লক্ষ টাকা উদ্ধারের দাবিও করেন প্রতিবাদীরা। এর পাশাপাশি সারেঙ্গা মদমোহনপুর সমবায় সমিতি থেকে টাকা লুঠের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করার দাবি জানান হয়।

বাঁকুড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সামনে এই বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার সমবায়ী উপস্থিত ছিলেন। আন্দোলনরত পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ, বাঁকুড়া জেলা কমিটির পক্ষে প্রতীপ মুখার্জী বলেন, কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সহ সমবায় সমিতিগুলি লুঠ হয়ে যাচ্ছে।
এটা আটকাতে হবে। যারা এই লুঠের সঙ্গে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে তিনি বলেন, এই ব্যাঙ্ক থেকে ১৫ কোটি টাকা লুঠ হবার পরে লোকদেখান এক জনকে গ্রেফতার করা হল। আসল অপরাধীদের এখনও গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। এর পরেই তিনি আসল অপরাধীদের গ্রেফতারের দাবি করেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.