Header Ads

হিমা ২টি সোনা দ্যুতি ১টি। গর্বের দিন ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহের মধ্যেই পরপর ২টি সোনা জিতলেন হিমা দাস। রবিবার পোল্যান্ডের কুন্টো অ্যাথলেটিক্স মিটে মহিলাদের ২০০ মিটারে সোনা জিতলেন তিনি । অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ২০০ মিটার দৌড়েও সোনা পেয়েছিলেন তিনি । এদিন ২৩.৯৭ সেকেন্ডে তাঁর দৌড় শেষ করেন হিমা ।
অপর দিকে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইটালির নেপলসে সামার ইউনিভার্সিটি গেমসে সোনা জিতলেন বাঙালি তনয়া দ্যুতি চাঁদ। ১১.৩২ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি।সোনা জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও পদক জয়ের জন্য অভিনন্দন জানান দ্যুতিকে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.