অধিনায়ক হওয়া হল না রোহিতের। তিন ফরম্যাটেই ক্যাপ্টেন কোহেলি। একনজরে দল।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কে। এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট মহলে। আবার এই প্রশ্ন উঠেছিল বিরাটের জায়গাতে অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা সীমিত ওভারের ক্রিকেটে। কিন্তু সব জল্পনা উড়িয়ে আজ রবিবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা করা হলো ভারতীয় দল। তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নামই ঘোষণা করে দিল বোর্ড। চোট সারিয়ে সব ফরম্যাটে ফিরে এলেন শিখর ধাওয়ান। টি-২০ র জন্য বেছে নেওয়া হল বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারকে।
আসুন দেখে নি ওয়ান ডে ও টি-২০ র জন্য ভারতীও দলে সুযোগ পেলেন কারা। ওয়ান ডে স্কোয়াডঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহু,, শ্রেয়াস আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খালিল আহমেদ, দীপক চাহার, নবদীপ সাইনি।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহু,, শ্রেয়াস আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খালিল আহমেদ, দীপক চাহার, নবদীপ সাইনি।

No comments