"বিজেপি কুঁচো চিংড়ি আর ল্যাটা মাছের দল... তৃণমূল ইন্টারন্যাশনাল" মমতা বন্দ্যোপাধ্যায়!
নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ঘটে যাওয়া লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর আজ একুশে জুলাই ছিল তৃণমূলের প্রথম বড় জনসভা। ২১শে জুলাইয়ের প্রস্তুতি আর প্রচারে মূল যে জিনিসটি লক্ষ্য করা গিয়েছিল তা হল ইভিএম সরিয়ে ব্যালট ফেরানো-র আন্দোলনের সূচনা।
আশঙ্কা ছিল তেমন ভিড় হবেনা, কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণ করে কাতারে কাতারে মানুষ এসেছে সভাস্থলে। আগের মতই আবেগ - উদ্দীপনা লক্ষ করা গেছে কর্মীদের মধ্যে। এই সভা নিশ্চিত ভাবেই বাড়তি অক্সিজেন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কে।
আজ ১২টা ৪৫ মিনিট নাগাত মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতা জুড়ে ছিল বিজেপি-কে আক্রমন। কাটমানি ইস্যু নিয়ে বিজেপি-র আক্রমনের পাল্টা আক্রমন করেন মমতা। তিনি বিজেপি-র বিরুদ্ধে ব্ল্যাকমানির অভিযোগ আনেন। ব্ল্যাকমানি ফেরানোর দাবীতে তিনি আন্দোলনে নামবেন বলেও বার্তা দেন এদিন। বিজেপি-কে "কয়েকটা কুঁচো চিংড়ি আর ল্যাটা মাছের দল" বলে আক্রমন করে তিনি বলেন "কেউ কেউ বলছে ন্যাশনাল স্ট্যাটাস হারিয়েছে আমাদের। আমি তাদের বলব, আমাদের ন্যাশনাল স্ট্যাটাসের দরকার নেই, আমরা ইন্টারন্যাশনাল।"
কিন্তু হটাৎ একথা কেন? উল্লেখ্য, নির্বাচন কমিশন তৃণমূলের জাতীয় দলের তকমা খারিজ করতে চলেছে কারন জাতীয় দল হতে গেলে কমপক্ষে ৪টি রাজ্যে ৬% ভোট পেতে হয় লোকসভা এবং বিধানসভায়। এই নিয়ে কিছুদিন আগে মুকুল রায় কটাক্ষ করে বলেছিলেন, "জাতীয় তকমা গিয়েছে এবার আঞ্চলিক দলের তকমা থাকবে কিনা সেটাই দেখুন।" আজ তারই উত্তরে নিজের দলকে ইন্টারন্যাশনাল বললেন মমতা!
আশঙ্কা ছিল তেমন ভিড় হবেনা, কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণ করে কাতারে কাতারে মানুষ এসেছে সভাস্থলে। আগের মতই আবেগ - উদ্দীপনা লক্ষ করা গেছে কর্মীদের মধ্যে। এই সভা নিশ্চিত ভাবেই বাড়তি অক্সিজেন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কে।
আজ ১২টা ৪৫ মিনিট নাগাত মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতা জুড়ে ছিল বিজেপি-কে আক্রমন। কাটমানি ইস্যু নিয়ে বিজেপি-র আক্রমনের পাল্টা আক্রমন করেন মমতা। তিনি বিজেপি-র বিরুদ্ধে ব্ল্যাকমানির অভিযোগ আনেন। ব্ল্যাকমানি ফেরানোর দাবীতে তিনি আন্দোলনে নামবেন বলেও বার্তা দেন এদিন। বিজেপি-কে "কয়েকটা কুঁচো চিংড়ি আর ল্যাটা মাছের দল" বলে আক্রমন করে তিনি বলেন "কেউ কেউ বলছে ন্যাশনাল স্ট্যাটাস হারিয়েছে আমাদের। আমি তাদের বলব, আমাদের ন্যাশনাল স্ট্যাটাসের দরকার নেই, আমরা ইন্টারন্যাশনাল।"

No comments