সব কিছু সামলে আবার পর্দায় ফিরছেন নুসরত। জানেন কার ছবিতে?
নজরবন্দি ব্যুরোঃ নুসরত জাহান জৈন। বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বা সমালোচিত নাম। এবছর লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের হয়ে ভোটে জিতে লোকসভার সাংসদ হয়েছেন। তারপর নিজের ভালবাসার মানুষকে বিয়ে করেছেন। মুসলিম হয়ে অন্য জাতিতে বিয়েকরে সিন্দুর পরে লোকসভাতে শপথ নিয়েছিলেন বলে মৌলবিদের ফতেয়ার মধ্যে পড়েছিলেন সোশ্যাল মিডিয়াতে নানা কারণে ট্রল হতে হয়েছে তাঁকে। অর্থাৎ এক কথায় বলা যায় এই কয়েক মাসে তিনি কম বাধার মধ্যে দিয়ে যাননি। তবুও তিনি সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ছেন।
রাজনীতি তারপর বিয়ে সবকিছু সামলাতে গিয়ে তাঁর ফ্যানদের মনে হয়েছিলো আর হয়তো তাঁদের প্রিয় নায়িকাকে সিনেমার পর্দাতে দেখা যাবেনা। কিন্তু তিনি সবার প্রথমে এক জন অভিনেত্রী। তাই সব কিছু সামলে আবার তিনি শুটিং ফ্লোরে ফিরছেন সামনের মাস থেকে। তাঁর নতুন ছবির নাম “অসুর”। ছবিটি পরিচালনা করছেন পাভেল। এরই মধ্যে ছবির স্ক্রিপ্ট নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন নুসরত। এই ছবিতে তিনি ছারাও আছেন জিত্ ও আবির। “অসুর” প্রধানত তিন বন্ধুর গল্প। ছবির শুটিং হবে কলকাতা ও বোলপুরে। ছবিটি মুক্তি পাবে এবছরের শেষের দিকে।

No comments