Header Ads

তৃণমূল ডুবন্ত জাহাজ! তাই ওরা ক্ষমতার লোভে বিজেপিতেঃ বিস্ফোরক অপর্ণা সেন

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বঙ্গে বড় সাফল্য পেয়েছে বিজেপি। তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতাদের হারিয়ে ১৮ কেন্দ্রে জয় ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। এর পর থেকে তৃণমূলের সাধারণ সমর্থক থেকে নেতারা নাম লিখিয়েছেন বিজেপিতে।
আর ২ দিন আগে টলিউডের ১২ জন তারকা বিজেপিতে নাম লেখালেন।

 বৃহস্পতিবার রূপাঞ্জনা মিত্র, ঋষি কৌশিক,পার্নো মিত্র, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সহ টলিউডের ১২ জন তারকা মুকুল রায়ের হাত ধরে নাম লিখিয়েছেন বিজেপিতে। এবার টলি স্টারদের বিজেপিতে যোগ দেবার প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন। রাজ্যের শাসক দল তৃণমূলকে  "ডুবন্ত জাহাজ" বলে কটাক্ষ করে তিনি বলেন, "মানুষ সবসময় ক্ষমতার দিকেই ঝোঁকে।"
দিল্লিতে এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত অপর্ণা সেন। কাজের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী। এর পরেই বিজেপিতে যোগদানকারী টলি স্টারদের একহাত নিয়ে তিনি বলেন,"যারা বিজেপিতে যোগ দিয়েছেন ওঁদের নিয়ে আমার কিছু বলার নেই।
যেদিকে ক্ষমতা মানুষ সেদিকেই যায়। তৃণমূল এখন ক্ষমতা হারাচ্ছে তা বোঝা যাচ্ছে। তাই ওঁরা বিজেপিতে গিয়েছেন।" তিনি আরও বলেন, সিপিআই(আই) যখন রাজ্যের ক্ষমতায় ছিল তখন এই স্টারেরা তাদের সঙ্গে ছিলেন। পরে তৃণমূল রাজ্যের ক্ষমতায় এলে সেইদিকে এরা ঝুঁকে পড়েন। এখন বিজেপি হাওয়া ভাল, তাই তাঁরা আবার দলবদল করলেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.