সরছেন কেশরীনাথ ত্রিপাঠী, নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর।
নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরছেন কেশরীনাথ ত্রিপাঠী। নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর।
কে এই জগদীপ ধনকর? জগদীপ ধনকর হলেন শীর্ষ আদালতের এক জন বিখ্যাত আইনজীবী।
রাজস্থানের ঝুন-ঝুন লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।
আজ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম জানা যায় রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে। পশ্চিমবঙ্গ ছাড়া আরও ৫ রাজ্যের রাজ্যপাল বদল হতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও নাগাল্যান্ডের রাজ্যপাল বদল করা হয়েছে।
কে এই জগদীপ ধনকর? জগদীপ ধনকর হলেন শীর্ষ আদালতের এক জন বিখ্যাত আইনজীবী।
রাজস্থানের ঝুন-ঝুন লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।
ত্রিপুরায় রমেশ বায়াস, উত্তরপ্রদেশে আনন্দীবেন পটেল, বিহারে ফাগু চৌহান, মধ্যপ্রদেশে ললজি ট্যান্ডন এবং নাগাল্যান্ডে আর এন রবি নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিচ্ছেন।

No comments