Header Ads

এবিভিপি ও তৃণমূলের সংঘর্ষ, গুরুতর আহত ২

নজরবন্দি ব্যুরো: দুই রাজনৈতিক দলের ছাত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল কল্যাণী কলেজ। গতকাল তৃণমূল ও এবিভিপি-র সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবাধ বোমাবাজি শুরু হয় কলেজ ক্যাম্পাসের মধ্যে।
এই ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার দক্ষিণ চাঁদামারিতে। এই ঘটনায় আহত হয়েছেন ওই কলেজের দুই পড়ুয়া। কলেজের অপর ছাত্ররাই আহত ওই দুই পড়ুয়াকে হসপিটালে ভর্তি করেন। প্রথমে জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। পর এক জনের অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়। পরে  অ্যাপোলোতে ভর্তি করা হয়।
এই ঘটনার জন্য দায়ি তৃণমূল। অভিযোগ এবিভিপির। প্রশাসনকে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবিভিপি-র সদস্যরা। এই ঘটনার প্রতিবাদে আজ (শনিবার) দুপুরে কলেজস্ট্রিট চত্বরে বিক্ষোভ কর্মসূচি নেওয়ার কথাও জানান হয়েছে এবিভিপির তরফে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই বোমাবাজি, হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.