Header Ads

জল্পনার অবসান। এখনি অবসর নয়, তবে ২ মাস ক্রিকেট থেকে বাইরে থাকতে চান, জানালেন মাহি।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে জল্পনার অবসান। এখুনি অবসর নিচ্ছিন না এম এস ধোনি। তবে আগামী ২ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে চান। আজ এই কথা বোর্ড কে জানিয়ে দিয়েছেন ধোনি। আর এই ২ মাসে তিনি টেরিটোরিয়াল আর্মির প্যারাস্যুট রেজিমেন্টে যোগ দিতে চান বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন মাহি। ফলে ওয়েস্ট ইন্ডিস সফরে তিনি দলে থাকছেন না। বিশ্বকাপের পর থেকেই তাঁর অবসরের জল্পনাতে তোলপাড় ক্রিকেট বিশ্ব। নানা মুনির নান মত দিয়েছেন তাঁর অবসর নিয়ে, কিন্তু তিনি ছিলেন একদম চুপ।
 অবশেষে ক্যারিবিয়া সফরের দল গঠনের একদিন আগে তাঁর এই সিদ্ধান্তের কথা অধিনায়ক বিরাট কোহলি ও নির্বাচক প্রধান এমএসকে প্রসাদকে জানিয়ে দিয়েছে বোর্ড। এর আগে গত কাল ধোনির ঘনিষ্ঠ বন্ধু অরুণ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এখনই অবসরের কোনও সম্ভাবনা নেই ধোনির। তেমন কোনও ইচ্ছার কথা ঘনিষ্ঠমহলে প্রকাশ করেননি মাহি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.