Header Ads

কাল তৃণমূলের শহিদ দিবস। শহরের রাস্তায় যানবাহন চলাচলের কিছু পরিবর্তন হচ্ছে। দেখেনিন একনজরে।

নজরবন্দি ব্যুরোঃ আগামী কাল ২১শে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। সেই কারনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন কোলকাতাতে। আর তাই কলকাতা ট্রাফিক পুলেশের পক্ষথেকে শহরের রাস্তায় কাল যান চলাচলের উপর থাকবে নিয়ন্ত্রণ। পথ যাত্রীদের সুবিধার জন্য দেখে নিনি কাল শহরের কন রাস্তা বন্ধ থাকবে বা খোলা থাকবে কতক্ষণের জন্য। বা যান চলাচলের পরিবর্তন হবে কি ভাবে। কাল আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড গাড়িগুলি দক্ষিণ থেকে উত্তরমুখী যাবে।
কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণি বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট দক্ষিণ থেকে উত্তরমুখী যাবে গাড়িগুলি। কলকাতার ভেতরে মালবাহী সমস্ত ধরনের লরির চলাচল ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রিত করা হবে। আচার্য জগদীশচন্দ্র বসু রোড, হেস্টিংস ক্রশিং এবং ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, এই জায়গাগুলিতে গাড়ি রাখা যাবে না। ট্রাম চলাচল সকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান স্থলের এলাকায় বন্ধ থাকবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.