Header Ads

শিক্ষক নিয়োগে বহু অনিয়ম প্রকাশ্যে আসার পর কি বললেন শিক্ষামন্ত্রী? পড়ুন

নজরবন্দি ব্যুরো: রাজ্যে নিয়োগ নিয়ে বহু অভিযোগ উঠেছে। যদিও সবথেকে বেশি অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। শিক্ষক নিয়োগের অভিযোগ তুলে অনশন- আন্দোলন করতে দেখা গিয়েছে এই রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীদের। যদিও সেই অভিযোগকে কখনই গুরুত্ব দেয় নি রাজ্য সরকার। উল্টে সরকারের তরফে বলা হয়েছে, "এরা চক্রান্ত করে সরকারকে বদনাম করতে চাইছে।" এর পর পরীক্ষার্থীরা বাধ্য হয় আদালতে মামলা দায়ের করতে। তাই নিয়োগ নিয়ে বহু মামলা এখনও ঝুলে আছে আদালতে। যদিও  নিয়োগ নিয়ে অস্বচ্ছতার মামলায় আদালতে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে।
আর এবার নিয়োগে অনিয়ম হয়েছে বলে রিপোর্ট জমাদিল CAG। CAG-র রিপোর্টে বলা হয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষাতে নম্বর বৃদ্ধি এবং কমানোর কাজ করেছে কমিশন। এর ফলে যোগ্য প্রার্থীরা সুযোগ পায় নি। বরঞ্চ অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন  প্রার্থীরা সুযোগ পেয়েছেন। এই রকম বহু উদাহরণ আছে বলে দাবি করা হয় ওই রিপোর্টে।

যদিও আগেই এই দুর্নীতির তদন্ত করত বলেছিল CAG। কিন্তু সেই কথায় কোনও গুরুত্ব দেয় নি রাজ্য সরকার। শেষ রিপোর্টেও অজস্র অনিয়মের উল্লেখ করেছে CAG । ওই রিপোর্টে স্পষ্ট বলা আছে , পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, তার সঙ্গে লিখিত ও মৌখিক  পরীক্ষার নাম্বার চূড়ান্ত তালিকায় প্রকাশ করে কমিশন। তাদের অভিযোগ, প্রকাশিত নাম্বারের সঙ্গে সিস্টেমের নাম্বারের অনেক ক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে দেখান হয়েছে।

এই খবর প্রকাশ্যে আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন, স্কুল সার্ভিস কমিশন একটি সম্পূর্ণ স্বশাসিত প্রতিষ্ঠান। তাদের ব্যাপারে আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারিনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.