Header Ads

এবার নাম পরিবর্তন হতে চলেছে বর্ধমান স্টেশনের।

নজরবন্দি ব্যুরোঃ এবার নাম পরিবর্তন হতে চলেছে বর্ধমান স্টেশনের। বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখা হবে বর্ধমান স্টেশনের নাম।একথা জানালেন কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই। ১৯১০ সালে বর্ধমান জেলায় তাঁর জন্ম হয়।
 বিপ্লবী চন্দ্রশেখর আজ়াদের হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ করেন বটুকেশ্বর। ব্রিটিশ পুলিস হত্যায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। স্বাধীনতার পর পটনায় গিয়ে বসবাস শুরু করেন। ১৯৬৫ সালে দিল্লির এইমস-এ মৃত্যু হয় বিপ্লবী বটুকেশ্বরের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.