Header Ads

"কেন্দ্রীয় হারে বেতন চাইলে কেন্দ্রের কাছে যান!" সাফ জানিয়েদিলেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ ন্যায্য বেতনের দাবিতে অনশন করছেন ১৮ জন প্রাথমিক শিক্ষক,  গত শুক্রবার থেকে বিকাশ ভবনের পাশে চলছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেনের ধর্না।অনশন বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক, তাদের দাবি পিআরটি স্কেল অর্থাৎ কেন্দ্রীয় হারে বেতন। গ্রেড পে ৪২০০ টাকা করতে হবে পাশাপাশি বহুদূরে ট্রান্সফার হওয়া ১৪ জন প্রাথমিক শিক্ষককে ফিরিয়ে আনতে হবে।
গতকাল উস্থির পাঁচ জন প্রতিনিধির সঙ্গে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট বৈঠক হয়। বৈঠক শেষে শিক্ষকরা জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলে তাঁরা খুশি নন। কারন পার্থ বাবু একই কথা বলছেন টাকা নেই, এক লাফে গ্রেড পে ৪২০০ করা যাবে না। তাই তাঁরা অনশন-আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,  "অনশনকারীদের খুশি করতে তিনি বৈঠক করেন নি! শিক্ষকদের "দায়িত্ব ও কর্তব্যবোধ থাকা উচিত" বলে মন্তব্য করে তিনি বলেন "তাদের সরকার শিক্ষকদের সবথেকে বেশি গুরুত্ব দেয়।" দাবি প্রসঙ্গে তার বক্তব্য, "এমন কোন রুল নেই যে পিআরটি স্কেল দিতেই হবে।
ওঁদের দাবি অনুযায়ী গ্রেড পে করতে হলে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি টাকা খরচ হবে। এখনই সেই টাকা সরকারের নেই। ধাপে ধাপে তা বাড়ানো যেতে পারে।" শিক্ষকদের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তার বক্তব্য, "ওরা ধর্না অনশন চালিয়ে যাক আমাদের কিছু করার নেই।"
শিক্ষকরা আশা করেছিলেন আজ ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে কিছু বলবেন, আসার আলো দেখবেন তাঁরা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি সাফ জানিয়ে দিয়েছেন "যাঁরা কেন্দ্রের হারে মাইনে চান, তারা কেন্দ্রে যান"! অন্যদিকে গতকাল রাতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ অনশন মঞ্চে এসে জানিয়েছেন শিক্ষকদের দুর্দসার কথা তিনি কেন্দ্রের কাছে তুলে ধরবেন। শিক্ষকদের সংগঠনের লেটারহেডে অফিসিয়াল চিঠি লিখে কেন্দ্রকে জানাতে বলেছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.