বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়: বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
নজরবন্দি ব্যুরো: রবিবারের মঞ্চ থেকে একুশের বিধানসভা নির্বাচনের বার্তা দিলেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভা-মঞ্চ থেকে ব্ল্যাকমানি ইস্যুতে বিজেপিকে নিশানা করে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো।
এতদিন কাটমানি প্রসঙ্গে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এবার কাটমানির পাল্টা ব্ল্যাকমানি। লোকসভাতে রাজ্যে শক্তি বাড়িয়েছে বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে ২৬-২৭ তারিখ পথে নামবে তৃণমূল। আজকের শহিদ মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। নির্বাচনে কোথা থেকে এল কোটি কোটি টাকা? নোটবন্দির পর কাটমানি ফেরতের দাবিতে শুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে তৃণমূলের এখন প্রধান শত্রু বিজেপি। আর তাই সেটা বুঝে লোকসভা ভোটের পর রাজ্যে হিংসা ছড়ানোর জন্য বিজেপিকে দায়ি করেছেন নেত্রী। বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়। মন্তব্য মুখ্যমন্ত্রীর। এর পরে তিনি অভিযোগের শুরে বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখান হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে ওরা।
এতদিন কাটমানি প্রসঙ্গে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এবার কাটমানির পাল্টা ব্ল্যাকমানি। লোকসভাতে রাজ্যে শক্তি বাড়িয়েছে বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে ২৬-২৭ তারিখ পথে নামবে তৃণমূল। আজকের শহিদ মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। নির্বাচনে কোথা থেকে এল কোটি কোটি টাকা? নোটবন্দির পর কাটমানি ফেরতের দাবিতে শুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments