কলকাতায় আছেন তবু একুশের সমাবেশে মঞ্চে এলেন না অনুব্রত!
নজরবন্দি ব্যুরো: ধর্মতলায় প্রতিবছরের মতন আজ চলছে শহিদ সমাবেশ। এসএসকেএম হাসপাতালে শুয়ে আছেন তৃণমূল নেত্রীর খুব কাছের লড়াকু নেতা অনুব্রত মণ্ডল। তাঁর ইচ্ছা করছে একবার ঘুরে আসতে একুশের মঞ্চ থেকে।
কিন্তু ইচ্ছা থাকলেও যাবার উপায় নেই তাঁর। চিকিৎসকের কড়া নির্দেশ, বিছানা ছেড়ে ওঠা চলবে না। সমাবেশ মঞ্চে গিয়ে দলের নেতাদের পাশে বসে দল-নেত্রীর বক্তৃতা শুনতে না পাওয়ায় মনখারাপ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।
বীরভূমের সংগঠনের দায়িত্ব এখনও তাঁর কাঁধে। লোকসভা নির্বাচনের আগেই মা মারা গিয়েছে তাঁর। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার উপর স্ত্রী অসুস্থ দীর্ঘ দিন। যদিও লোকসভা ভোটের কথা ভেবে দলের কাজে কেই বেশি গুরুত্ব দিয়েছিলেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা।
যদিও ভোটের ফলাফল খুব একটা ভাল হয় নি। দল-নেত্রীর কাছে এই খারাপ ফলের কারণও জানাতে হয়েছে। ধমক পর্যন্ত খেতে হয় নেত্রীর কাছে। তাই তারপর থেকেই ঘর-বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল।
নির্বাচনের আগে থেকে মানসিক চাপে যেমন ছিল, তেমনই আবার বিশ্রামের অভাব ছিল। সব মিলিয়ে একেবারে শয্যাশায়ী অনুব্রত মণ্ডল। সম্প্রতি উচ্চ রক্তচাপ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত। বর্তমানে উডবার্ন ওয়ার্ডেই রয়েছেন অনুব্রত। উচ্চ রক্তচাপ ছাড়াও সুগার রোগেও ভুগছেন এই নেতা। সব মিলিয়ে তিনি গুরুতর অসুস্থ। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কিন্তু ইচ্ছা থাকলেও যাবার উপায় নেই তাঁর। চিকিৎসকের কড়া নির্দেশ, বিছানা ছেড়ে ওঠা চলবে না। সমাবেশ মঞ্চে গিয়ে দলের নেতাদের পাশে বসে দল-নেত্রীর বক্তৃতা শুনতে না পাওয়ায় মনখারাপ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের।
বীরভূমের সংগঠনের দায়িত্ব এখনও তাঁর কাঁধে। লোকসভা নির্বাচনের আগেই মা মারা গিয়েছে তাঁর। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার উপর স্ত্রী অসুস্থ দীর্ঘ দিন। যদিও লোকসভা ভোটের কথা ভেবে দলের কাজে কেই বেশি গুরুত্ব দিয়েছিলেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা।
নির্বাচনের আগে থেকে মানসিক চাপে যেমন ছিল, তেমনই আবার বিশ্রামের অভাব ছিল। সব মিলিয়ে একেবারে শয্যাশায়ী অনুব্রত মণ্ডল। সম্প্রতি উচ্চ রক্তচাপ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত। বর্তমানে উডবার্ন ওয়ার্ডেই রয়েছেন অনুব্রত। উচ্চ রক্তচাপ ছাড়াও সুগার রোগেও ভুগছেন এই নেতা। সব মিলিয়ে তিনি গুরুতর অসুস্থ। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

No comments