গুড়াপে তৃণমূল কর্মীদের বাসে হামলার অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: এবার তৃণমূল সমর্থক বোঝাই বাসে হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গুড়াপে। ধর্মতলায় আসার পথে বাসে হামলার ঘটনা ঘটে। হুগলির দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর এই ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি বাসে ইট মেরে কাচ ভাঙার অভিযোগ তোলেন তৃণমূল সমর্থকরা। প্রতিবাদে সিঙ্গুরের রতনপুরে অবরোধ করে তৃণমূল। পরে কলকাতার উদ্দেশে রওনা দেয় ওই তৃণমূল সমর্থকরা।
তবে কারা এই হামলা চালিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
আজ সকাল থেকেই ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার জন্য কলকাতার পথে তৃণমূল হাজার হাজার নেতা-কর্মীরা। সভামঞ্চে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়। আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা।
প্রসঙ্গত, এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, "যারা ২১ জুলাই কলকাতায় যাবে তাদের আটকান হবে। ওই দলের নেতাদের বাস আগে ঘিরে ধরবেন। প্রথমে টাকা ফেরত চাইবেন, তারপর কলকাতার সার্কাস।" যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে তৃণমূল।
তবে কারা এই হামলা চালিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
আজ সকাল থেকেই ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার জন্য কলকাতার পথে তৃণমূল হাজার হাজার নেতা-কর্মীরা। সভামঞ্চে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়। আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা।

No comments