Header Ads

প্রথম শ্রেণি থেকে এবার কম্পিউটার, প্রচুর শিক্ষক নিয়োগ বঙ্গে

নজরবন্দি ব্যুরো: এবার থেকে রাজ্যের পড়ুয়ারা সহজপাঠের সঙ্গে শিখবে কম্পিউটার। এর পাশাপাশি প্রথম থেকে অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে বিনামূল্যে পড়ুয়ারা পাবে এই কম্পিউটার শিক্ষা। প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে অবশেষে বাধ্যতামূলক হওয়ার পথে কম্পিউটার শিক্ষা।
এর জন্য রাজ্যের প্রায় ৬৫ হাজার স্কুলের জন্য কম্পিউটার কেনা হবে। কম্পিউটার শেখাতে নিয়োগ করতে হবে প্রচুর শিক্ষকও। সব মিলিয়ে আর কয়েক মাসের মধ্যেই গোটা রাজ্যে এই কাজে হাত দিতে চলেছে রাজ্য সরকার।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমরা কম্পিউটার শিক্ষার উপর জোর দিয়েছি। কম্পিউটার শিক্ষা পাঠ্যক্রমের উন্নতির জন্য তাই উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।"

বিকাশ ভবন সূত্রের খবর, পাঠ্যক্রমের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকারের তৈরি সিলেবাস কমিটি। পাশাপাশি ৬৫ হাজার স্কুলের কোথায় কেমন ছাত্র সংখ্যা সেই তথ্যও চেয়ে পাঠানো হয়েছে। স্কুলে ৫০ জন ছাত্রছাত্রী থাকলে সর্বাধিক চারটি করে কম্পিউটার দেওয়া হতে পারে। এই কম্পিউটার কিনতে কয়েক কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। তবে কোনও তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এ ব্যাপারে পদক্ষেপ করা যায় কি না সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এর ফলে কিছুটা খরচ কমতে পারে বলে অনুমান।  
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.