Header Ads

চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা শিক্ষামন্ত্রীর!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে শক্তি বাড়িয়েছে বিজেপি। সামনের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে এবার যে খুব কঠিন হবে তা বুঝে গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনের ফল ঘোষণার পরে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য প্রশাসন।

জানা গিয়েছে, মোদী সরকারের ধাঁচে এবার রাজ্যে সরকারের চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের অনুমোদন দিল রাজ্য মন্ত্রীসভা। ধর্মের ভিত্তিতে নয়, আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন।
একই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও ১০ শতাংশ সংরক্ষণ পাওয়া যাবে। আজ, রাজ্য মন্ত্রীসভায় ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তবে, এই সংরক্ষণের আওতায় কারা আসবেন? আর্থিক মানদণ্ড কি হবে, তা নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.