Header Ads

নিয়োগ বিতর্কের মাঝে অবসরের বয়স বাড়াতে আইন আনছে রাজ্য সরকার!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে নিয়োগ নেই। নিয়োগ নিয়ে একাধিক মামলা ঝুলছে আদালতে। রাজ্যে বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এইরকম বিতর্কের মধ্যে অবসরের বয়স ৭০ বছর করতে উদ্যোগ নিল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তিনি চান উপাচার্যদের অবসরের বয়স বাড়ানো হোক।
মুখ্যমন্ত্রীর সেই ইঙ্গিত এবার আইনে  রূপ দিতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য। আইন পরিবর্তন করে উপাচার্যদের অবসরের বয়স ৭০ করার প্রস্তাব আনতে চলেছে রাজ্য। আইন পরিবর্তন করতে বিধানসভায় বিল পাশ করিয়ে তা কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে এই অবসরের বয়স বদল করা হবে।
বিল অনুযায়ী, একজন উপাচার্যের বয়স ৬৫ বছর হয়ে গেলে, তাঁর কর্মদক্ষতা, শারীরিক ক্ষমতা ইত্যাদি দেখে সর্বোচ্চ দু-বছর বাড়ান হতে পারে। রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠি ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে বলে খবর। তবে কোনও উপাচার্যকে একসঙ্গে ৬৫ থেকে ৭০ বছর করে দেওয়া হবে না। দুই বা এক বছর করে বৃদ্ধি করা হবে।

প্রসঙ্গত, চলতি বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রফেসরদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের অবসরের বয়স ৬৫ বছর থেকে বাড়িয়ে করা হবে ৭০ বছর। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.