সারদা মামলায় জেরার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন কে নিয়ে কি বললেন কুনাল?
নজরবন্দি ব্যুরোঃ এদিন কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সারদা মামলায় হাজিরা দিলেন সাংবাদিক কুণাল ঘোষ। এর আগে সারদা মামলায় সিবিআই তাঁকে দফায় দফায় জেরা করেছে। এদিন জেরার পর বেরিয়ে এসে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি? তাঁকে প্রশ্ন করা হয় মিঠুন চক্রবর্তীর টাকা ফেরতের প্রসঙ্গে।
তার উত্তরে কুনাল ঘোষ বলেন “এই মামলা যখন রাজ্য সরকার তদন্ত করছিল তখন মিঠুন চক্রবর্তীর মনে হয়নি টাকা ফেরত দেওয়ার কথা। যেই কেন্দ্রীয় সংস্থা সারদা মামলা তদন্ত হাতে নিল তখন মিঠুন চক্রবর্তী টাকা ফেরতের কথা বলছেন”।
তার উত্তরে কুনাল ঘোষ বলেন “এই মামলা যখন রাজ্য সরকার তদন্ত করছিল তখন মিঠুন চক্রবর্তীর মনে হয়নি টাকা ফেরত দেওয়ার কথা। যেই কেন্দ্রীয় সংস্থা সারদা মামলা তদন্ত হাতে নিল তখন মিঠুন চক্রবর্তী টাকা ফেরতের কথা বলছেন”।
No comments