Header Ads

লাগাতার যৌন হেনস্থার অভিযোগ! প্রাথমিক শিক্ষককে বিবস্ত্র করে মার।

নজরবন্দি ব্যুরো: স্কুলেই ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে বিবস্ত্র করে মারতে মারতে থানায় টেনে নিয়ে গেলেন উত্তেজিত জনতা।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস অঞ্চলের ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। ওই শিক্ষকের নাম ফিরোজ খান বলে জানা গিয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষক দিনের পর দিন ধরে স্কুলের মধ্যে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে চলেছিলেন। প্রায় ১ বছরের কাছাকাছি সময় ধরে এমন অভিযোগ শোনা যাচ্ছিল।
স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে জানিয়েওছিলেন অভিভাবকরা। কিন্তু, তারপরেও পরিস্থিতির কোনও বদল ঘটেনি। আজ আবার অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সঙ্গে অভব্যতা করেন বলে অভিযোগ। একথা জানাজানি হতেই স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় লোকজন। প্রথমে তাঁরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। তারপর অভিযুক্ত শিক্ষককে বিবস্ত্র করে মারতে মারতে থানায় টেনে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.